ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ | আলিম – নাযেরা- নুরাণী- মক্তব – কুরআন শিক্ষা কোর্স

Teachers

Alhamdulillah’s! Our Ustad-e-Mohtrams are very dedicated

মুফতি মোহাম্মদ আলী

প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা

মুফতি মোহাম্মদ আলী দাওরা হাদিস কমপ্লিট করেছেন বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা মইনুল ইসলাম হাটহাজারী থেকে যেখানে আল্লামা আহমদ শফী (রহ:) ও আল্লামা জুনায়েদ বাবু নগরী (রহ:) সাহেবের নিকট বোখারী ও তিরমিজি শরীফ পড়েছেন। মেশকাত শরীফ পড়েছেন বাংলাদেশের তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি ও ফাজায়েলে আমল ও হায়াতুস সাহাবার অনুবাদক মাও: জুবায়ের আহমেদ সাহেব এর কাছে। উলুমুল হাদীস পড়েছেন জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ী থেকে। 

তিনি বর্তমানে মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়া, স্টেশন রোড, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। প্রায় তিন বছর থেকে ইমামনগর হানাফী বড় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর একটি জনপ্রিয় দাওয়াহ বিষয়ক ইউটিউব চ্যানেল রয়েছে (Taqwa MD) যেখানে তিনি নিয়মিত ইসলামিক দাওয়াহ বিষয়ক কন্টেন নিয়ে আলোচনা করেন।

তিনি বাংলাদেশ, পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যে ইসলামিক ফ্রিল্যান্সার হিসেবে অনলাইন প্লাটফর্মে টপরেটেড ইসলামিক কনটেন্ট রাইটার (Upwork+Fiverr) , ৫০ টির উপরে বই আরব ও  অন্যান্য কান্ট্রির ইসলামিক স্কলারদের লিখিত ইসলামিক বই সম্পাদনা করেছেন, যেগুলো অ্যামাজনে পাবলিশ রয়েছে। এছাড়াও তিনি ইংরেজি ও আরবি ভাষায় এক হাজারের উপর রিসার্চ পেপার লিখেছেন যা বাহির রাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটি ও থিসিস পেপার হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনি বর্তমানে জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান আলিম ইউনিভার্সিটি ( আমেরিকা) এর পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগে দায়িত্ব পালন করছে। আল ইহসান ইনস্টিটিউট (অস্ট্রেলিয়া) এর পুরুষ বিভাগের টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন  ।

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহর কথা চিন্তা করে একটি অনলাইন ভিত্তিক মাদ্রাসা “ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ” প্রতিষ্ঠা করেছেন ২০২১ সালে।

উম্মে মুস্তাকিম

চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা

উম্মে মুস্তাকিম মাধ্যমিক পাস করেছেন রাজশাহীর প্রসিদ্ধ কলেজ “নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ” থেকে। এরপরে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা শেষ করে দ্বীনি এলেম অর্জন করেছেন উম্মে কুলসুম জামিয়া মহিলা মাদ্রাসা থেকে।

সারা বিশ্বে দ্বীনি এলেম ছড়িয়ে দেওয়ার জন্য মুফতি মোহাম্মদ আলী সাথে সহ প্রতিষ্ঠাতা হিসেবে ইসলামিক অনলাইন মাদ্রাসায় কাজ করে যাচ্ছেন।

এছাড়াও তিনি অস্ট্রেলিয়ান একটি আল ইহশান ইনস্টিটিউটের মহিলা বিভাগের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমেরিকার আলিম ইউনিভার্সিটিতেও সহযোগী হিসেবে কাজ করছেন।

তিনি arabicmohammad.com এর বই ডিজাইন বিভাগ ও ইসলামিক রিসার্চ বিভাগে রয়েছেন।

আব্দুল মালেক

হাফেজ - ক্বারী​ - মাওলানা

তিনি ক্বেরাতে হাফস্ সম্পন্ন করেছেন ঢাকা বারিধারা মাদ্রাসা থেকে। তিনি দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পূর্ণ করেছেন মাদ্রাসাতু মইনুল ইসলাম ঢাকা বারিধারা থেকে। বর্তমান খেদমতে আছেন, ষাড়বুরুজ মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব এবং তিনি খেদমতে আছেন মাদ্রাসাতুত্ তাক্বওয়া আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক হিসেবে রহনপুর, স্টেশন বাজার ,চাঁপাইনবাবগঞ্জ।

হাম্মাদ ইবনে ইউনুছ

হাফেজ - মাওলানা

তিনি হিফজ সম্পন্ন করেন সওতুল কোরআন রাজশাহী থেকে। দাওরায়ে হাদীস(মাস্টার্স) সম্পন্ন করেন আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পোরশা নওগাঁ থেকে। বর্তমানে খেদমতে রয়েছেন মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়া, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ।

সুলতান মাহমুদ

ক্বারী​ - মাওলানা

তিনি ক্বেরাতে হাফস্ সম্পন্ন করেছেন দারুল ইফতা ও সুন্নাহ্ চট্টগ্রাম, তিনি দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পূর্ণ করেছেন জামিয়া আশরাফিয়া পাবনা থেকে। বর্তমান খেদমতে আছেন, বাইতুল নাঈম জামে মসজিদ এর ইমাম ও খতিব উদয় নগর রহনপুর এবং তিনি খেদমতে আছেন মাদ্রাসাতুত্ তাক্বওয়া আল ইসলামিয়ার নাজেমে তালিমাত পদে, রহনপুর স্টেশন বাজার চাঁপাইনবাবগঞ্জ

হাফেজ মাওলানা মোঃ আব্দুল আলী

মোঃ আব্দুল আলীম

হাফেজ - মাওলানা

তিনি কেরাতে হাফস সম্পন্ন করেছেন ঢাকা বারিধারা মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস মোস্টার্স সম্পূর্ণ করেছেন মাদ্রাসাতু মইনুল ইসলাম ঢাকা বারিধারা থেকে। তিনি বর্তমান খেদমতে আছেন মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া রহনপুর গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ

মুফতি মাসুদুর রহমান মাদানী

মাওলানা - মুফতি

তিনি দাওরা হাদিস পরেছেন দারুল উলুম মাদানীনগর ঢাকা থেকে। তিনি বর্তমান খেদমতে আছেন আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পোরশা নওগাঁ মাদ্রাসায়।

মুবিন

ওয়েবসাইট ডেভেলপার

তিনি পাকিস্তানের একজন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিশেষজ্ঞ এবং PHP, জাভাস্ক্রিপ্ট, JQuery, CSS, এইচটিএমএল, ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলপমেন্ট সহ ওয়েব ডেভেলপার, ব্যবসায়, পোর্টফোলিও এবং ই-কমার্স-ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশনের অভিজ্ঞতা সহ।
তিনি আমাদের জন্য বিভিন্ন আশ্চর্যজনক ওয়েবসাইট তৈরি করেছেন এবং এখন সর্বোত্তম সন্তুষ্টির জন্য নিয়মিত সহায়তা প্রদান করেন।

মুফতি জুনাইদ আল হায়দার

মুফতি জুনাইদ আল হায়দার

মাওলানা - মুফতি

তিনি দাওরায়ে হাদিস পড়েছেন জামেয়া কাসিমুল উলুম হযরত শাহ জালাল রহঃদরগাহ সিলেট থেকে। তাখাসসুস ফিল ফিক্হী ওয়াল ইফতা শেষ করেছেন জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেট। তিনি মুহাদ্দিস হিসেবে খেদমত করেছেন মদিনাতুল উলুম ঢাকা মাদ্রাসায়। বর্তমানে তিনি ইমাম ও খতিব হিসেবে দায়িত্ত পালন করছেন বায়তুল আমান ঢাকা এবং সে সাথে উস্তাযুল ইফতা বিভাগে পরাচ্ছেন জামেয়া মাহমুদিয়া ঢাকা মাদ্রাসায়।

নাঈমুল ইসলাম

(মাওলানা) নাঈমুল ইসলাম

তিনি ২০২০ঈ. সালে “বড়কাটারা মাদরাসা” ঢাকা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছেন। ২০২১ঈ. সালে “জামুন মাদানি নেসাবের মাদরাসা”  এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা থেকে প্রাথমিক “আরবিভাষা শিক্ষা” কোর্সটি সম্পন্ন করেছেন। ২০২৩ঈ. সালে “জামিয়াতুল ইমামিল আযাম যাত্রাবাড়ি, ঢাকাতে ইফতা (সাময়িক) পড়েছেন। 

উচ্চশিক্ষার জন্য বর্তমানে তিনি মিশরে অবস্থান করছেন। সম্প্রতি “ডিপ্লোমা ইন এরাবিক লিসানুল আরব” কায়রো, মিশর ইন্সটিটিউটে আরবি ভাষার উপর ডিপ্লোমা করেছেন। বর্তমানে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে:”ইসলামিক স্টাডিজ ও আরবি ভাষার” উপর অনার্স করছেন।

ইতি পূর্বে তিনি আরবি ভাষার শিক্ষক হিসেবে সিলেট শহরে কর্মরত ছিলেন। বর্তমানে পড়াশোনার পাশাপাশি অনলাইনে আরবি ভাষার প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন।

জুবাইর আহমাদ

জুবাইর আহমাদ

ক্বারী

তিনি প্রাথমিক নাজারা ও হেফজ করেছেন মাদ্রাসাতু মইনুল ইসলাম ঢাকা বারিধারা থেকে । কিতাব বিভাগ মিশকাত পর্যন্ত পড়েছেন জামিয়াতুল আবরার তিননাচক, নওগাঁ মাদ্রাসা থেকে।

তিনি বর্তমান খেদমতে আছেন “ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ” এর কুরআন শিক্ষা বিভাগে!

মুফতী কারীনুল ইসলাম কাসেমী

বসিরহাট, উঃ ২৪ পরগণা (পশ্চিম বঙ্গ, ভারত)

মাওলানা-ক্বারী-মুফতী

তিনি দাওরায়ে হাদীস ও তাতে উচ্চতর নাম্বারে উত্তীর্ণ হয়ে তাখাসসুস ফিত তাফসীর সম্পন্ন করেছেন দারুল উলূম দেওবন্দ ( ওয়াকফ) থেকে। ইফতা ও কাজী কোর্স সমাপন দেওবন্দেই। মাদ্রাসা জামিয়াতুল ক্বেরাত দেওবন্দ থেকে ক্বিরাত। অধ্যয়নরত অবস্থায় দেওবন্দের একটি মাদ্রাসা মদিনাতুল উলূমে ক্ষনকালের শিক্ষক। বর্তমানে নিজ মাতৃভূমি বয়ারমারি গাজীপাড়ায় ঈদের সম্মানিত ইমাম ও খতীব এবং দঃ ২৪ পরগণার অন্তর্গত মাদ্রাসা জামিয়া কানযুল উলূমের কিতাব বিভাগের সুদক্ষ শিক্ষক। আলহামদুলিল্লাহ।

হাফেজ মোঃ আব্দুল হাকিম

হাফেজ মোঃ আব্দুল হাকিম

হাফেজ সম্পূর্ণ হয়েছে আলিনগর মক্রমপুর হাফিজিয়া মাদ্রাসা
বর্তমানে অধ্যায়নরত আলিম প্রথম বর্ষ প্রসাদপুর কামিল মাদ্রাসা
নূরানী ট্রেনিং করা হয়েছে নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ
খেদমত, মোয়াজ্জিন উদয়নগর বাইতুন নাঈম জামে মসজিদ এবং সহকারি শিক্ষক, তাকওয়া মডেল মাদ্রাসা

জয়নাব জান্নাত

হাফেযা

জয়নাব জান্নাত তার প্রাথমিক পড়াশোনা শেষ করেছেন তোজাম্মেল হোসেন একাডেমি রহনপুর থেকে।

হিফজ সম্পন্ন করেন জামিয়া কউমিয়া রাজশাহী থেকে।

বর্তমানে তিনি আইওএমবিডি এর হিফয ও নাজেরা এর মহিলা শাখার দায়িত্তে রয়েছেন।

মাহমুদা আফরোজ

মার্কেটিং ম্যানেজার

তিনি মাধ্যমিক শিক্ষা অর্জন করেছেন “গোমস্তাপুর আব্দুল হামিদ বালিকা উচ্চ বিদ্যালয় ” থেকে। মার্কেটিং বিষয়ে ট্রেনিং নিয়েছেন arabicmohammad.com থেকে। তিনি বর্তমানে আইওএমবিডি এর মার্কেটিং ম্যানেজার শাখার দায়িত্তে রয়েছেন।

আলেমা সাওদা রাজিয়া

আলেমা

সাওদা রাজিয়া একজন দক্ষ এবং অভিজ্ঞ আলেমা। তিনি দাওরা হাদীস কমপ্লিট করেছেন খুলনা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা শেখপাড়া খুলনা থেকে।

তিনি সর্ব ধরনের কিতাব এ দক্ষ এবং অভিজ্ঞ আলহামদুলিল্লাহ্‌!

বর্তমানে তিনি আইওএমবিডি এর নাজেরা ও আলিম কোর্সের মাস্তুরাত বিভাগের মহিলা শাখার দায়িত্তে রয়েছেন।